Answer: Option
A
Explanation:
ওজনহীনতা বলতে কোন কারনে অভিকর্ষ বলের প্রভাবে পৃথিবীর প্রতি যেকোন বস্তুর এই আকর্ষণের মান শূন্য অর্থাৎ ওজন শূন্য হওয়ার ঘটনাকে বোঝায়।
পৃথিবীর যেকোন বস্তুই একে অপরকে আকর্ষণ করছে । এই আকর্ষণের জন্য পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির ভেতরের সকল বস্তুকেই পৃথিবী তার নিজের দিকে টেনে নেয় ।
পৃথিবীর অভিকর্ষ বলের দরুণই এ ঘটনা ঘটে থাকে।
পৃথিবীর দিকে কোন বস্তুর এ আকর্ষণ বলই হল ঐ বস্তুর ওজন । (ওজন কি?)
কোন বস্তুর উপর,
পৃথিবীর অভিকর্ষ বল (W) = বস্তুর ভর (m) x পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ (g)
সুতরাং W=mg
তাই পৃথিবীর দিকে কোন বস্তু পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ এর সমান ত্বরণে আসতে থাকলে বা পতিত হলে ঐ বস্তুটি ওজনহীনতা অনুভব করবে। (কখন কোনো বস্তু ওজনহীনতা অনুভব করে/মুক্তভাবে পড়ন্ত বস্তু কেনো ওজনহীনতা অনুভব করে?)
আবার নিউটনের গতির ৩য় সূত্র থেকে আমরা জানি যে, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে।
পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বস্তু কর্তৃক বল থাকলেও তার প্রতিক্রিয়া থাকে না। তাই W=mg=0 হয়।
অর্থাৎ বস্তুর প্রকৃত ভর থাকলেও বস্তুটি ওজনহীন হয়।